বাংলাদেশকরোনাভাইরাসপ্রচ্ছদ
হটাৎ শিবুর সামনে হাজির সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার।

ঘড়িত তখন ঠিক বেলা ১১ টা বাজে । জুতা কালি করছে মুচি শিবু, রাজশাহী জিরোপয়েন্টের ফুটপাতে বসে । হটাৎ তার সামনে হাজির সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার। শিবু কিছুটা ভয়ে ভয়ে সালাম দিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারকে।
মিষ্টি হেঁসে আর্মির অফিসার জিজ্ঞাসা করলেন শিবুকে; কেমন আছেন আপনি। উত্তরে শিবু বললো ভালো আছি স্যার । অফিসার বললেন, আয় রোজগার হচ্ছে নাকি শুধু বসে আছো? শিবু বিনয়ের সহিত বললো, স্যার লকডাউনে লোকজন তো খুবই কম, তারপরও যতটুকু ইনকাম হচ্ছে তাতেই আমি খুশি আছি।
একথা শুনে সেনাবাহিনীর অফিসার বললো আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আর সবসময় মুখে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।