বিনোদন
হলিউডের শুটিংয়ে আহত হলেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডেও অভিনয় করেন। হলিউডের একটি এ্যাকশন সিরিজের শুটিং করতে তিনি লন্ডন যান। যার নাম ‘সিটাডেল’। সেখানে তিনি শুটিং করা অবস্থায় আহত হন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত অবস্থায় দুইটি ছবি পোস্ট করেন। আর এই খবরের সত্যতা প্রকাশ করেছেন নিজেই।
আবার তার ইন্সট্রাগ্রাম স্টোরিতে যে ছবি শেয়ার করেন সেইখানেও চোখের উপরে কাটা চিহ্ন দেখা গেছে। অন্য ছবিতে আঘাত গালে ও কপালে এবং তা থেকে রক্ত ঝরছে।
হলিউডের এই এ্যাকশন সিরিজে তাকে গোয়েন্দা হিসেবে দেখা যাবে। ছবিটিতে তিনি খুব সুন্দরভাবে এ্যাকশন দৃশ্য তুলে ধরেছেন।এই সিরিজটির পরিচালক নির্মাতা আ্যান্টনি রুশো।