দ্রব্যমূল্য
হু হু করে বাড়ছে সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম

বাজারে সবজির দামে যেন আগুন লেগে গেছে। শুধু যে সবজি তাই নয় বাজারে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগের তুলনায় বেড়ে গেছে।
জানানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বন্যার জন্য দামের এই উর্ধ্বগতি। কিছু সবজির দাম কেজিতে প্রায় ৫ টাকা করে বেড়ে গেছে। করলা,চিচিঙ্গা,ঢেঁড়স, পটল,বেগুন সবকিছুর দামেই বেড়েছে। সবকিছুর মধ্যে শুধু পেপের দাম একটু কম। তবে বন্যার পানি নেমে গেলে ও শীতকালীন সবজি বাজারে আসলে দাম নিয়ন্ত্রণে আসতে পারে।
বাজারে ভোজ্য তেল, চিনি,মুরগি,ডিম,মাংস সবকিছুর দামেই বাড়ছে। কিছু পণ্যের দাম বেধে দেওয়া হলেও সেই দামে বিক্রি হচ্ছে না। ডিম ও মুরগি উভয়ের দামেই বেড়েছে। মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়ে গেছে। আটার দাম বেড়েছে কেজিতে ২ টাকা।
দাম কমার অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই ক্রেতাদের।