হৃত্বিক রোশান প্রেম করছেন সাবা আজাদ নামের এক তরুণীর সাথে

চারদিকে শোরগোল শুরু হয়ে গেলো বলিউড অভিনেতা হৃত্বিক রোশান ও এক মেয়ের ছবি।
গত ২৮ জানুয়ারি হৃত্বিক রোশানকে কেন্দ্র করে এক ভিডিও ইন্টারনেট ছড়িয়ে পড়েছে যেখানে তিনি এক তরুণীর হাত ধরে মুম্বাইয়ের রাস্তায় ঘুরছেন।
২০১৪ সালে সুসান খানের সাথে বিচ্ছেদের পর তাকে এই প্রথম কোনো মেয়ের সাথে দেখা গেছে। এই ভিডিও নিয়ে চলছে শোরগোল।
ভারতীয় বেশকিছু গণমাধ্যমের কাছ থেকে জানা গেছে এই তরুনীর সাথে কিছুদিন যাবত তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে ও একান্তে সময় কাটাচ্ছেন তারা দুজন।
শোনা যাচ্ছে তরুণীর নাম সাবা আজাদ। তিনি প্রথমে অমুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন। পরে নিজের ইচ্ছাতে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নিজের একটা গানের ব্যান্ড আছে।
তার পাশাপাশি তিনি থিয়েটারে অভিনয় করেন। তিনি ২০০৮ সালে “দিল কাব্বাড্ডি” ও ২০১১ সালে “মুঝসে ফ্রেন্ডশিপ করোগে ” সিনেমাতে কাজ করেছেন।
তিনি যেহেতু অভিনয় করেন তাই বিনোদন জগতে তিনি অনেক দিন ধরেই আছেন। এই ১৩ বছরে ৫ টি সিনেমায় কাজ করেছেন।