
বুধবার ২৯ ডিসেম্বর দুপুরে কক্সবাজারে নারী ও শিশুদের জন্য আলাদা একটি জোনের উদ্বোধন করেন স্থানীয় জেলা প্রশাসক, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ একজন মুক্তিযোদ্ধা।
সেখানে নারী ও শিশুদের জন্যই শুধু এই এলাকা সংরক্ষিত করে রাখা হয় কারন অনেক পর্যটক বলেন যে যদি এমন একটা জোনের ব্যাবস্থা করা হয় তবে নারী ও শিশু পর্যটকদের জন্য ভালো হয়। তাই এই ব্যাবস্থা গ্রহণ করা হয়েছিল।
কিন্তু এই সিদ্ধান্তের ঠিক ১০ ঘন্টা পরেই আবার তা বাতিল করে জেলা প্রশাসন। বুধবার রাতে বাতিলের খবর নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
এই জোন করার পরে দেখা গেছে এর পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামতের সৃষ্টি হয়েছে। কিছু পর্যটক এর পক্ষ নিলেও অনেকেই এর বিপক্ষে বিভিন্ন মন্তব্য পোষণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ এমন মন্তব্যও করেছেন স্বামী ও স্ত্রী দুইজন দুই জায়গায় গোসল করবে তা কি করে হয়। আবার অনেকে এরূপ সিদ্ধান্তকে মৌলবাদী সিদ্ধান্ত মনে করছেন।
তবে শুরু থেকেই বলা হয়েছিল যারা পরিবার সহ স্বামী স্ত্রী আসবে তারা একত্রে অবস্থান করতে পারবে।