১১ বছর বয়সে রণভীরের প্রেমে পড়েছিলেন আলিয়া

বৃহস্পতিবার ১৪ এপ্রিল বিকেলে চার হাত এক হলো আলিয়া ভাট আর রণভীর কাপুরের। আলিয়া ইনস্ট্রাগ্রামে ছবি পোস্ট করে নিজেই জানান দিলেন বিয়ের।
তবে এই বিয়ের পিছনে আছে লম্বা কাহিনি। ২০০৪ সালে ১১ বছর বয়সী আলিয়া সঞ্জয় লীলা বানসালির ব্ল্যাক সিনেমার অডিশন দিতে যান আলিয়া।
সেখানে এই সিনেমার এসিসট্যান্ট ডিরেক্টর ছিলেন ২২ বছর বয়সী রণভীর। রণভীরকে দেখামাত্রই হোঁচট খেয়ে পড়ে যান আলিয়া।
তখন আলিয়াকে খেয়াল করেননি রণভীর। তবে নিজের মধ্যে রেখেছিলেন রণভীরের জন্য ভালোলাগা।
২০১২ সালে স্টুডেন্ট অফ দা ইয়ার সিনেমার প্রোমোশনে সাংবাদিকদের বলেন রণভীর তার ক্রাশ। তিনি রণভীরকে পছন্দ করেন। পরে আবার ২০১৪ সালে রফি উইথ কারান অনুষ্টানে বলেন তিনি রণভীরকে বিয়ে করতে চান।
একই বছর হাইওয়ে সিনেমার প্রোমোশনে রণভীর হাজির হন আলিয়ার সামনে। তখন আবার শোনা গিয়েছিল তারা দুইজন লুকিয়ে দেখা করেন।
২০১৭ সালের ব্রহ্মাস্ত্র সিনেমায় আবার কাজ শুরু করেন দুইজন একসাথে। পরে ২০১৮ সালে সোনাম কাপুরের বিয়েতে একসাথে দেখা যায় এই দুই তারকাকে।
এক সাক্ষাৎকারে রণভীর নিজের বিয়ের কথা বলেন।শুধু বলেন তাদের মাঝে ভালো একটা সম্পর্ক গড়ে উঠছে তার বেশি কিছু তিনি বলেননি। পরে দুইজনকেই বিভিন্ন অনুষ্ঠানে একসাথে যেতে দেখা যায়।
২০১৮ সালের সেপ্টেম্বরে রণভীরের বাবা অসুস্থ হলে রণভীরের সাথে আলিয়া যান যুক্তরাষ্ট্রে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা নিজেদের সম্পর্কের কথা সবার সামনে আনেন। ২০২২ এ শুরু হয়ে তাদের বিয়ের গুঞ্জন। আর এবার এর শুভ পরিণয় ঘটলো।