স্বাস্থ্যকরোনাভাইরাস
১২ বছর ও তার বেশি বয়সীরা পাবে করোনা টিকাঃ সংসদে প্রধানমন্ত্রী

বুধবার ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ১২ বছর ও তার অধিক বয়সী শিশুদের টিকার ব্যাবস্থা করা হবে।
তিনি জানান পর্যায়ক্রমে ৮০ শতাংশ জনগণকে টিকার অধীনে আনা হবে। তার মধ্যে ৫০ শতাংশ জনগণকে চলতি বছরের শেষ পর্যন্ত দেওয়ার পরিকল্পনা আছে।
তিনি জানান দেশে আরো সাড়ে ১৬ কোটি টিকা আনার অর্ডার দেওয়া হয়েছে। এইসময় স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠলে স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা চিকিৎসায় বাংলাদেশ সরকার সফলতা লাভ করতে সক্ষম হয়েছে। এভাবে দেশের সবাইকে টিকার অধীনে আনা হবে।
তিনি আরও বলেন,প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ হলো বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন করা যা ২-৩ দিনের মধ্যেই হবে বলে আশাবাদী তিনি।