শিক্ষা
১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান

আজ বিকেলে সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলার বিষয়ে সভার পরে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানিয়েছেন সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস শুরু হয়ে যাবে। সপ্তাহের প্রতি কর্মদিবসে ক্লাস হবে ৫ম, এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের এবং অন্যদের সপ্তাহে একদিন ক্লাস হবে।
তিনি বলেন মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে আসতে হবে আর কারো বাড়িতে করোনার রোগী থাকলে তাকে বিদ্যালয়ে না আসার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি আরো বলেন কোনো এলাকায় করোনা রোগীর মাত্রা বেড়ে গেলে বিবেচনা করে সেই এলাকার বিদ্যালয় বন্ধ রাখা হবে। জেএসসি ও পিএসসি পরিক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে ও অন্যন্য ক্লাসের বার্ষিক পরিক্ষাও নেওয়া হবে।
তবে বিদ্যালয় খুলার পরে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আরও অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।