বাংলাদেশকরোনাভাইরাস
২৬ ফেব্রুয়ারির পর থেকে কেউ পাবে না প্রথম ডোজের টিকা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, ২৬ ফেব্রুয়ারির পর থেকে আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।
তিনি আরো বলেন, দেশের ভিতরে ১২ কোটি মানুষের মাঝে প্রথম ডোজের টিকা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল।
তার মধ্যে প্রথম ডোজের ১০ কোটির উপরে টিকা দেওয়া হয়ে গেছে।
যা মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। আর ২৬ ফেব্রুয়ারির মধ্যে এই লক্ষ্য পূরন হবে। তবে বুস্টার টিকা ও দ্বিতীয় ডোজ চালু থাকবে।
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে দেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে আর ২৮ ডিসেম্বর থেকে বুস্টার টিকা চালু হয়েছে।
এই পর্যন্ত ৭ কোটির বেশি মানুষ দ্বিতীয় ডোজ ও ২৬ লাখের বেশি মানুষ তৃতীয় ডোজ পেয়েছে।